ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডে স্ক্রোল করা ‘জয় বাংলা ফিরবে আওয়ামী লীগ’। এ লেখাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় শিক্ষার্থীরা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ ফিরবে, জয় বাংলা’ লেখা দেখা যায়। তা দেখে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষার্থীরা বড় মসজিদের সামনে অবস্থান নেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। পরে তারা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
ফয়েজ আহমাদ নামে এক মুসল্লি বলেন, “নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডে স্ক্রল করার সময় হঠাৎ এই লেখাটি দেখতে পেলাম। একটি মহল ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।
জেলা ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পতনশীল স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগীরা এখনো ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা এখন অভিযান শুরু করেছে। ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনোই বাংলার মাটিতে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে স্থান দেবে না।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরম সিং ত্রিপুরা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি।