ফেব্রুয়ারিতে ওমানে হতে পারে তৌহিদ-জয় শঙ্কর বৈঠক

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর। ছবি কোলাজ: বাংলানিউজবিডিহাব

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে হতে পারে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক। শনিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি অষ্টম কনফারেন্স। ওই কনফারেন্সে অন্যান্য দেশের সঙ্গে ভারত ও বাংলাদেশও যোগ দেবে। কনফারেন্সের ফাঁকে দুই জনের বৈঠকে বসার সম্ভবনা রয়েছে। উভয়পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ কাজ করছে বলে জানা গেছে।

বৈঠকে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দু’দেশের সম্পর্কে কিছুটা অবনতি হয়, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রথম বৈঠক করেছিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করে গেছেন।

আসছে ওমান বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ জোড়ালোভাবে উপস্থাপন হতে পারে। এ ছাড়া, ভিসা প্রসঙ্গ, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তির নবায়নসহ দু’দেশের চলমান বিভিন্ন ইস্যু আলোচনায় স্থান পেতে পারে বলে জানা গেছে।

বাংলানিউজবিডিহাব/পিটিএম

ওমান
টপ নিউজ
তৌহিদ-জয় শঙ্কর
ফেব্রুয়ারি
বৈঠক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।