ফেভারিট ছিল পাকিস্তান, জয়ের কৃতিত্ব বাংলাদেশের—রমিজ রাজা

Featured Image
PC Timer Logo
Main Logo

টি-২০ ফরম্যাটের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল পাকিস্তান। সেই পাকিস্তানের বিপক্ষেই এক ম্যাচ হাতে হেরে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের এমন হারের পর ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন, এই সিরিজে ফেভারিট ছিল পাকিস্তান, তবে জয়ের কৃতিত্ব পুরোটাই বাংলাদেশের।

কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফরে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। মিরপুরে ফিরতি সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই রেকর্ড গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ।

রমিজ বলছেন, ‘পাকিস্তান ঘরের মাঠে ৩-০ এ সিরিজ জিতে এসে এই সিরিজে ফেভারিট ছিল। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে কারণ তাদের সমর্থক দিয়ে গ্যালারি ভরা ছিল। তাদের স্পিরিট ছিল অনেক বেশি। ব্যাটিংয়েও তারা অনেক ভালো করেছে। জাকের আলি দারুণ খেলেছে। সব মিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো ছিল।’

পাকিস্তানের এমন সিরিজ হারে হতাশ রমিজ, ‘আজ পাকিস্তানের একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না। এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার। কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলারদেরই দরকার হয়।’

বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সবদিক দিয়েই এগিয়ে ছিল বলে মানছেন রমিজ, ‘জয়ের কৃতিত্ব পুরোপুরি বাংলাদেশের। তারা সবদিক দিয়েই পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।