স্পেশাল করেসপডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৯
ঢাকা: সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিটের ওপর দাঁডিয়ে আছে। এই স্পিরিটের অন্যতম হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘‘গতকাল শুক্রবার থেকে একজন পুলিশ কর্মকর্তার বরাতে একটি সংবাদ ছাপা হচ্ছে যে বই প্রকাশের আগে পুলিশ বা বাংলা একাডেমি পরীক্ষা করতে পারে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো সেটা নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটা গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তার কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’’
উপদেষ্টা আরও উল্লেখ করেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখা ভালো- বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মত প্রকাশ এবং লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলানিউজবিডিহাব/জেআর/এইচআই