বগুড়ায় ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগ থানায় করা মামলার পলাতক আসামি সদ্যনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মুইন হাসান সাজিদকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার উত্তর ফুলদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজিদ ওই এলাকার আনাম উদ্দিনের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল শাখা ছাত্রলীগের উপপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। আতোয়ার রহমান জানান, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে সাজিদের বিরুদ্ধে। সে সময় দুর্বৃত্তরা মারাত্মক অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গুরুতর জখম করে। ওই ঘটনায় গত ২১ অক্টোবর শাহবাগ থানায় মামলা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনকে আসামি করা হয়।

  • গ্রেপ্তার
  • ছাত্রলীগ নেতা
  • ঢাবি
  • বগুড়া
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।