বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আরও একজন হামলার শিকার হয়েছেন। রোববার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন এবং তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক তরুণ। আহত দুই সাংবাদিকসহ তিনজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সাংবাদিকদের মাথায়, চোখে ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে।

হামলার শিকার সাংবাদিক খোরশেদ আলম বলেন, বিকেল তিনটার দিকে তারা জুস পান করতে যান। জুস পান করে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একদল কিশোর বয়সী বখাটে সন্ত্রাসী এসে প্রথমে সাংবাদিক নিয়নকে ঘিরে ধরে। ওই যুবকদের সঙ্গে কথা বলতে গেলে তারা মারধর শুরু করে। মাথায় কিলঘুষি দেয়। এরপর ছুরিকাঘাত করতে গেলে নিয়ন আমাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাকেও রাস্তায় ফেলে মারধর করতে থাকে।

সাংবাদিক নিয়ন বলেন, হামলাকারীদের চিনি না। তবে এর মধ্যে একজন পূর্বপরিচিত। সম্ভবত এরা আগে থেকে আমাদের অনুসরণ করছিল। জুস বার থেকে বের হওয়ার সময় কয়েকজন আমাকে ঘিরে ধরে নাম-ঠিকানা জিজ্ঞেস করে। আমি পরিচয় দিয়ে বাইরে বের হওয়ার সময় তারা পেছন থেকে আমাকে আক্রমণ করে। আমার মাথায় ও চোখে অনেক কিলঘুষি মারতে থাকে। আমি ডান চোখে আঘাত পেলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। আমাকে রক্ষা করতে গিয়ে খোরশেদ আলম এবং নিরব আহত হয়েছেন। কী কারণে তারা আমাদের মেরেছে, সেই বিষয়টি এখনো পরিষ্কার হতে পারিনি।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

  • বগুড়া
  • সন্ত্রাসী হামলা
  • সাংবাদিক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।