বগুড়ায় বাড়ির সামনে পড়েছিল যু্বকের রক্তাক্ত মরদেহ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে সজিব প্রামাণিক (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়কুতুবপুর তালতলা গ্রামে সজিবের বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। সজিব ওই গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

নিহত সজীবের চাচা আব্দুর রাজ্জাক জানান, সজীবের মা ও ভাই দুজনেই মারা গেছেন। বাবা আনসার ব্যাটালিয়ানে চাকরি করতেন। শনিবার (১২ জুলাই) রাত ১০ টার দিকে সজীব বাড়ি থেকে বের হন। রোববার ভোরে গ্রামবাসী সজীবের বাড়ির সামনের রাস্তায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘটনাটি রহস্যজনক মনে হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বগুড়া
  • যু্বক
  • রক্তাক্ত মরদেহ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।