বগুড়া শহরে ঘরে ঢুকে ২ নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বগুড়া শহরে ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ সময় আরও এক নারী আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান।

নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। দুজন সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ। এ ঘটনায় আহত বন্যা নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে।

আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন বলেন, সৈকত নামে এক ছেলে বন্যাকে পছন্দ করে। সে প্রায়ই বিরক্ত করত। আজ সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও সাত-আটজন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।

  • নারী
  • বগুড়া
  • মুমূর্ষু
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।