স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬
ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল সরদার (৪০) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বনশ্রী এ ব্লকের কাচাবাজারসংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আহত জুয়েলের বন্ধু মোহসিন বলেন, ‘জুয়েলের বাসা পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকায় ভাড়া থাকেন। জুয়েল রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক।’
তিনি জানান, তারা কয়েক বন্ধু মিলে বনশ্রী এ ব্লকের কাঁচাবাজারের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন এসে জুয়েলকে ডেকে নিয়ে হিমেল নামে এক ছেলের কথা জিজ্ঞেস করে। তখন জুয়েল হিমেলকে চেনেন না বলে জানায়। এর পর পরই একজন জুয়েলের ডান পায়ের রানে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জুয়েলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রাতে রামপুরা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা। তার ডান পায়ের রানে গুলি লেগেছে। তাকে ভর্তি করা হয়েছে।’
বাংলানিউজবিডিহাব/এসএসআর/পিটিএম