
রাজধানীর বনানীতে একটি সিমেন্টবাহী লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, আশফাক রহমান ও আসিফ মাহমুদ।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে মোটরসাইকেলকে চাপা দেয় একটি লরি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন মারা যান। নিহতদের নাম পরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন বলেন, দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।