ববিতে ছাত্রলীগে জড়িত শিক্ষার্থীকে আটকের পর ছিনিয়ে নিয়ে মিছিল – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে আটকের পর ছিনিয়ে নিয়েছেন তার সহপাঠীরা। এরপর তারা মিছিল করেন।  আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের আনসার সিকিউরিটি রুমের দরজা ভেঙে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সহপাঠীরা সানকে ছিনিয়ে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা সানকে আটক করে আনসার সিকিউরিটি রুমে তালাবদ্ধ করে রাখেন। এরপর তারা পুলিশ ও প্রক্টরকে ফোন দেন। কিছুক্ষণ পরে একদল শিক্ষার্থী জড়ো হয়ে দরজা ভেঙে সানকে নিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলা রোডে মিছিল করেন।

তারা আরও জানান, প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী ছিলেন। তারা ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী শাহরিয়ার সান বিকেলে ক্যাম্পাসে আসে। শিক্ষার্থীরা তাকে আটক করে আনসার সিকিউরিটি রুমে আটকে রেখেছিল। সে সময় ছাত্রলীগের কয়েকজন এসে রুমের দরজা ভেঙে তাকে নিয়ে যায়।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আজকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি করে দরজা ভেঙে শাহরিয়ার সানকে নিয়ে গেছে। আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আইন নিজের হাতে তুলে নেইনি। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করছি। পরবর্তীতে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

  • ছাত্রলীগ
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।