বরিশাল নগরী থেকে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা পরিচয়ে এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. জাকির শিকদার মো.
গ্রেফতারকৃত অভিষেক ওরফে সোম অভি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাটিহার গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল শহরের কালীবাড়ি রোডের সরদার ম্যানশনের ভাড়াটিয়া।
ওসি জাকির শিকদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইশাকাঠি শাহ পরান সড়কে একটি খাবার হোটেলের সামনে অবস্থান নেন সোম অভি। নিজেকে ওই এলাকায় পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে এসেছেন বলে দাবি করেন তিনি। পরে তিনি তার তালিকায় থাকা দুইজনকে ডেকে টাকার বিনিময়ে নাম বাদ দিতে বলেন।
ওসি বলেন, সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করলে অভি তার পরিচয়পত্র ও মানিব্যাগ দেখায়। কিন্তু সন্দেহ দূর না হওয়ায় দুজনে থানায় ডেকে বিষয়টি তাকে জানান।
পুলিশ থানায় গিয়ে সোম অভিকে আটক করে জানিয়ে ওসি বলেন, ওই যুবকের কাছ থেকে তিনটি বিশেষ শাখা ও থানার একটি ভুয়া আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওসি জাকির শিকদার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হবে।