বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযানে গ্রেফতার দুই দালালকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৪০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান গ্রেফতারকৃত দুজনকে এ সাজা দেন।
বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মোঃ জাকির হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের টিম দুই প্রতারককে গ্রেফতার করেছে। আমরা দলকে সাহায্য করেছি। আমরা চাই পাসপোর্ট অফিসে কেউ প্রতারিত না হোক।
বরিশাল অফিস থেকে দুর্নীতি দমন কমিশন জানায়, সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা, সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালায়। এ সময় বাবুগঞ্জ উপজেলার পূর্ব ভুতেরদিয়া গ্রামের জাকির হোসেন (৪৮) ও উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সাহিদা বেগম (৩৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা ওই অফিসে দালালের কাজ করত।
দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচ এম আকতারুজ্জামান জানান, অভিযানে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।