বর্ষসেরা টি-২০ একাদশে ভারতের দাপট

Featured Image
PC Timer Logo
Main Logo

বর্ষসেরা একাদশে আছেন ভারতের ৪ ক্রিকেটার

২০২৪ সালটা ছিল টি-২০ বিশ্বকাপের। রোমাঞ্চকর এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০০৭ সালের পর আবার এই শিরোপা জিতেছিল ভারত। অনুমেয়ভাবে আইসিসির বর্ষসেরা টি-২০ একাদশে তাই দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। আইসিসির ঘোষিত বর্ষসেরা একাদশে আছেন অধিনায়ক রোহিত শর্মাসহ ৪ ক্রিকেটার।

বছরজুড়ে তো বটেই, টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসির বর্ষসেরা একাদশে ভারত থেকে জায়গা পেয়েছেন ৪ ক্রিকেটার। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে একাদশে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার। এই একাদশে জায়গা হয়নি বিশ্বকাপের ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকার কারো, নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারও।

একাদশে ওপেনিংয়ে নামবেন রোহিত ও অজি ব্যাটার ট্রাভিস হেড। তিনে নামবেন ইংল্যান্ডের ফিল সল্ট। এরপর নামবেন পাকিস্তানের বাবর আজম। উইকেটকিপার হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। একাদশের অন্যতম চমক জিম্বাবুয়ের সিকান্দার রাজা। টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া, আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পেস বোলিংয়ে দুইজনই ভারতের। জাসপ্রীত বুমরাহর সাথে আছেন আরশদীপ সিং।

বর্ষসেরা একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, বাবর আজম, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জাসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং।

banglanewsbdhub/এফএম

আইসিসি
বর্ষসেরা টি-২০ একাদশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।