স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৫
নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটের পরপর দুই সিরিজে হার। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দল যেন কিছুতেই আশার আলো খুঁজে পাচ্ছে না। এমন বেহাল দশার মধ্যে সাবেক পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি বলছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারবে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে নতুন কোচ হিসেবে নিয়োগ পান আকিব জাভেদ। তবে সেই টুর্নামেন্টে পাকিস্তান যাচ্ছেতাই পারফর্ম করেছে। স্বাগতিক পাকিস্তান বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের স্কোয়াড নির্বাচন নিয়ে নানা সমালোচনা শুনতে হয়েছে নির্বাচকদের।
এরপর নিউজিল্যান্ড সফরেও জ্বলে উঠতে পারেনি দল। বাবর-রিজওয়ানকে ছাড়া মাঠে নেমে টি-২০ সিরিজ পাকিস্তান হেরেছে ৪-১ ব্যবধানে। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর-রিজওয়ান ফিরলেও ভাগ্য ফেরেনি তাদের, উলটো হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছেন রিজওয়ানরা।
দলের এমন পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে ম্যানেজমেন্টের সামর্থ্য ও দলের ভবিষ্যৎ নিয়ে। বাসিত বলছেন, পুরো নির্বাচক প্যানেলের সরে দাঁড়ানো উচিত, ‘নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কীভাবে একটা দল সাজাতে হয় তারা সেটাই জানে না। চ্যাম্পিয়নস ট্রফি থেকে এখন পর্যন্ত অনেকটা সময় পেরিয়ে গেছে। একটা টমেটো বিক্রেতাও জিজ্ঞাসা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে স্পিনার কেন নেওয়া হয়নি!’
এমন অবস্থা চলতে থাকলে আসন্ন জুলাইয়ে হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজেও হারবে পাকিস্তান, ধারণা বাসিতের, ‘আকিবের উচিত কোচের পদ থেকে পদত্যাগ করা। সে যদি আরও চার মাস দায়িত্বে থাকে, তাহলে এই দলটা বাংলাদেশের বিপক্ষে সিরিজেও হারবে।’
banglanewsbdhub/এফএম