স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছেন হাশান তিলকরত্নে। দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশ নারী দলের হেড কোচের দায়িত্ব পালন করার পর দায়িত্ব ছাড়লেন লংকান এই কোচ।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ জিতেছে মাত্র একটা ওয়াডে ম্যাচ। সেই অ্যাসাইনমেন্টটাই তিলকরত্নের শেষ অ্যাসাইনমেন্ট হয়ে থাকল।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করেছেন হাশান তিলকরত্নে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সূত্রও নিশ্চিত করেছে বিষয়টি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্তই চুক্তির মেয়াদ ছিল লংকান এই কোচের। সিরিজ শেষে বাংলাদেশে ফিরেছিলেন। পরে তার চুক্তি নবায়ন বিষয়ে বিসিবির মনোভাব বুঝতে পেরেই হয়ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিলকরত্নে।
২০২২ সালের অক্টোবরে দুই বছরের জন্য বাংলাদেশ নারী দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শ্রীলংকার হয়ে ৮৩টি টেস্ট ও ২০০টি ওয়ানডে খেলা তিলকরত্নে। চুক্তির মেয়াদ শেষ হলেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাঠানো হয়েছিল তাকে।
শোনা যাচ্ছে, নারী ক্রিকেটে এখন দেশি কোচদের দিকে ঝুঁকতে চাচ্ছে বিসিবি। মেয়েদের বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা সরওয়ার ইমরানের নাম শোনা যাচ্ছে।
banglanewsbdhub/এসএইচএস