স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কতদূর যাবে? বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স মনে করেন, বাংলাদেশের শিরোপা জয়েরও সুযোগ আছে।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাকে কেন্দ্র করে অনেক জলঘোলা হয়েছে। তামিম ইকবালের নাম আলোচনায় থাকলেও শেষ সময়ে তামিম জানিয়ে দেন, তিনি আর জাতীয় দলে ফিরছেন না। সাকিব আল হাসান অনেকদিন ক্রিকেটের বাইরে বলে তাকে দলে বিবেচনা করা হয়নি। ফলে সাকিব-তামিমহীন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকটা তারুণ্যনির্ভর দল। সম্প্রতি সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সও সুবিধাজনক নয়। তবে ফিল সিমন্স আশাবাদি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে বাংলাদেশ।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজ তৃতীয় দিনের অনুশীলনে দিনের আলোতে এবং রাতে ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স।
বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভবনা আছে এটা বিশ্বাস করেন কিনা, এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘যদি বিশ্বাস না করতাম, তবে এখানে থাকতাম না। আমার মনে হয়, যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে যাবেন, সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই যাবেন। নির্দিষ্ট দিনে আপনি সেরা খেলাটাই খেলতে চাইবেন। আমি সবসময় সেই চেষ্টাই করি, সর্বদা দলকে সেই অবস্থাতেই দেখতে চাই। আমি মনে করি, আমরা ক্যারিবিয়ানে বেশ কিছু উন্নতি দেখিয়েছি। তাই যদি সামর্থ্য অনুযায়ী সেরা খেলাটা খেলতে পারি, তবে আমাদের ভালো সুযোগ রয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে। কিন্তু অনেকদিন যাবত টি-টোয়েন্টি ফরম্যাটে বিপিএল খেললেন ক্রিকেটাররা। প্রস্তুতির জন্য বিষয়টা নিশ্চয় ভালো নয়। সিমন্স বললেন, সেরা প্রস্তুতির জন্য বিকল্প ভাবছে বাংলাদেশ।
বলেছেন, ‘আমরা পরবর্তী কয়েক দিনে ডাবল সেশন অনুশীলন রাখছি। সকালে ব্যাটিং-বোলিং করব, আবার সন্ধ্যায় লাইটের নিচেও একইভাবে অনুশীলন করব। এতে করে ৫০ ওভারের ম্যাচের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।’
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা ১৩ ফেব্রুয়ারি। তারপর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। হেড কোচের মনোযোগ আমিরাতের প্রস্তুতি সেশনের দিকে।
সিমন্স বলেন, ‘প্রথম ধাপ হলো দুবাইতে সঠিক প্রস্তুতি নেওয়া। যদি আমরা মানসিকভাবে প্রস্তুত হতে পারি এবং সঠিক পরিকল্পনা করি, তাহলে ভালো শুরু করতে পারব। এরপর পাকিস্তানে যাব, যেখানে কন্ডিশন বাংলাদেশের মতোই পরিচিত। আমি মনে করি, দুই দিনের ক্যাম্পে বিপিএলের কোনো প্রভাব খেলোয়াড়দের মধ্যে দেখিনি। সবাই লম্বা ফরম্যাটের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। আমার মনে হয় না এটা (২০ ওভার খেলে ৫০ ওভারে যাওয়া) তাদের ওপর প্রভাব ফেলবে।’
banglanewsbdhub/এসএইচএস