বাংলাদেশ জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শট টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। নতুন দায়িত্ব পাওয়া শন টেইট নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে এক নতুন যুগের সূচনাও বলতে পারেন।’
বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই ধারাবাহিক ভালো খেলছে। বিষয়টি জানা আছে টেইটেরও। বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে তারুণ প্রতিভা এবং ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে, যা চমৎকার ব্যাপার। তবে এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট দল নয়। এখানে প্রত্যেকেই প্রত্যাশা করে এই প্রতিভাগুলো ফল বয়ে আনবে। পেস বোলিং ইউনিটের সঙ্গে আমার কাজের মূল লক্ষ্যও এটাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’
বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ানের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন, বলেছেন টেইট, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর, এবং আমি সামনে যে যাত্রা অপেক্ষা করছে তা নিয়ে বেশ উচ্ছ্বসিত।’
৪২ বছর বয়সী টেইটকে বিসিবির আগে থেকেই মনে ধরেছিল। সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগের বিপিএলেও কাজ করেছেন তিনি। গত বিপিএলের সময় টেইটের সঙ্গে প্রাথমিকভাবে কথা সেরে রেখেছিল বিসিবি।
২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকেই কোচিংয়ে মন দেওয়া টেইট এরই মধ্যে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তন জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে নিয়মিত কাজ করেছেন তিনি।