বাংলাদেশের ম্যাচেই ফিরছেন বাবা হারানো ভেল্লালাগে

Featured Image
PC Timer Logo
Main Logo

একদিকে বাবা হারানোর শোক, অন্যদিকে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট। শ্রীলংকার তরুণ স্পিনার দিমুথ ভেল্লালাগে বাবাকে হারিয়েছেন মাত্র দুদিন আগেই। তবে সেই শোক বুকে চাপা দিয়ে আবারও মাঠে নামবেন তিনি। আজ সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলংকা। সেই জয়ের পর যখন পুরো দল আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই টিম ম্যানেজমেন্ট দুঃসংবাদটা দেয় ভেল্লালাগেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ৫৪ বছর বয়সী বাবা সুরঙ্গা, জেনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বাবার মৃত্যুর খবর পেয়েই স্টেডিয়াম ছাড়েন ভেল্লালাগে। সেখান থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান। এরপর বাবার সৎকার করতে পৌঁছে যান শ্রীলংকায়।

দুদিন পরেই সুপার ফোরের ম্যাচ, অথছ ভেল্লালাগে আছেন শ্রীলংকায়। অনেকেই ভেবেছিলেন এই টুর্নামেন্টে হয়তো আর খেলা হবে না ভেল্লালাগের। তবে সবাইকে চমকে দিয়ে একদিনের মাথায় দেশ থেকে দুবাইতে ফিরে এসেছেন ভেল্লালাগে।

আজ রাত ৮.৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সুপার ফোরের লড়াই শুরু হচ্ছে এই ম্যাচ দিয়েই। শ্রীলংকার একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে এই স্পিনারের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।