বাংলাদেশের হয়ে খেলতে কানাডার অনুমতি পেলেন সামিত

Featured Image
PC Timer Logo
Main Logo

কানাডার কাভালরি এফসির হয়ে খেলেন সামিত সোম

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশী বংশোদ্ভুত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। এরপর থেকেই তাকে বাংলাদেশের জার্সিটে খেলানোর তোরজোর শুরু করেছে বাফুফে। সামিতকে বাংলাদেশে আনার প্রক্রিয়ায় অন্যতম নিয়ামক ছিল কানাডা সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র। সেই অনাপত্তিপত্র আজ (বৃহস্পতিবার) সকালে বুঝে পেয়েছে বাফুফে।

সামিতের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে, তার জন্ম নিবন্ধন, পাসপোর্ট তৈরিসহ গোটা প্রক্রিয়ার যাবতীয় সবকিছুর দেখভাল করছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

আজ সামিতের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে তিনি বলেন, ‘সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট, কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে। আগামীকাল সামিতের পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর আমরা ফিফায় আবেদন করব। ১০ জুন ঢাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফে সর্বাত্মক চেষ্টা করছে।’

আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই সামিতকে পাবার আশা করছে বাফুফে। কানাডায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা সামিতের মা-বাবাঁ দুজনই বাংলাদেশি হওয়াতে পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে বলে মনে করছেন না সহ-সভাপতি ফাহাদ।

সামিতকে দেশে আনার প্রক্রিয়া নিয়ে ফাহাদ করিম আরও বলেন, ‘সাধারণত পাসপোর্টের পরই ঐ দেশের অনাপত্তিপত্র আবেদন করা হয়। সামিত যেহেতু আর কানাডার হয়ে খেলবেন না বাংলাদেশের হয়ে খেলতে চান। তার এই সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সামিতের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লেয়ারেশন ও জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি। কানাডার ফেডারেশনে মেইল করার পর আমরা সুনির্দিষ্ট ব্যক্তি/বিভাগের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করছিলাম আগামী সোম-মঙ্গলবার পেতে পারি। আজ সকালেই পেলাম।’

banglanewsbdhub/জেটি

ফাহাদ করিম
বাফুফে
সামিত সোম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।