বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছৈ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। দুই সংস্করণেই অধিনায়ক হিসেবে আছেন শাই হোপ।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আকিম অগাস্ট। দলে নেই ওপেনার এভিন লুইস। কব্জির চোট এখনো সেড়ে উঠেনি তারকা ওপেনারের।

দুই ফরম্যাটের দল ঘোষণা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। এই দুটি বিষয় দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুদলের প্রথম ওয়ানডে। সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকার মিরপুরে। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।