এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:৪৭
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ইতোমধ্যে ৫০ কোটির বেশি আয় করছে বক্স অফিসে। এমনটা দাবি শাকিব খান অভিনীত ছবিটির প্রযোজকের। শাকিব আশাবাদ ব্যক্ত করছেন খুব শিগগিরই বাংলাদেশের সিনেমা ১০০ কোটি নয়, ১০০০ কোটি আয়ের ঘরে পৌঁছাবে।
সোমবার (২১ এপ্রিল) রাতে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায় আয়োজিত বিশেষ প্রদর্শনীতে শাকিব এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মাল্টিপ্লেক্স, সিংগেল স্ক্রিন কিংবা দেশের বাইরে সর্বত্র ‘বরবাদ’-এর জোয়ার বইছে উল্লেখ করে বলেন, “যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বইয়ে দিচ্ছে, ভালোবাসায় বরবাদ করে দিচ্ছে। আমরা এ শত কোটির ক্লাব না শুধু কোন একদিন বলবো, ভাই হাজার কোটির ক্লাবে তো পৌঁছে গেছি। আশা তো করি, ছাড়িয়ে যাবে।”
শাকিব বলেন, “গত বছর ‘তুফান’ যে পরিমাণ ব্যবসা করেছে, এ বছর ‘বরবাদ’ তার চেয়েও বেশি ব্যবসা করছে। সামনে যেগুলো আসবে সেগুলো আরও ব্যবসা করবে।”
ছবিটি ‘গুলশান থেকে গুলিস্তান’ অর্থাৎ সকল শ্রেণির দর্শকরা দেখছে বলে জানান শাকিব। তিনি বলেন, ‘একটা সময় আমি বলতাম হলিউড, বলিউড ছবির পাশাপাশি আমাদের ছবিও চলবে। গেল কয়েক বছর ধরে তা কিন্তু দেখতে পাচ্ছি। নর্থ আমেরিকায় আমার প্রতিষ্ঠান এসক ফিল্মস, ইউএস ‘বরবাদ’ মুক্তি দিয়েছে। শোয়ের সময় ঘোষণার ৩-৪ ঘণ্টার মধ্যে টিকেট সব বিক্রি হয়ে গেছে। ফলে ওখানকার আমাদের ছবির শো সংখ্যা বাড়িয়ে দিয়েছে।’
‘বরবাদ’ ছবির প্রযোজক-পরিচালক শাকিবকে নিয়ে পরবর্তী ছবির পরিকল্পনা করছেন। এ ছবিটি নিয়ে শাকিব বলেন, তারা এমন সিনেমার পরিকল্পনা করছে যার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে।
banglanewsbdhub/এজেডএস