
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কর্তৃক আজ শনিবার “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আইকিউএসির পরিচালক, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডিভলপমেন্ট এর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বাউবির আইকিউএসির অতিরিক্ত পরিচালক, স্কুল অব বিজনেস-এর অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা)অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন বাউবি সাধারণ বিশ্ববিদ্যালয়ের মত শুধুমাত্র যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না। বরং যোগ্য শিক্ষার্থীদের পাশা-পাশি সমগ্র দেশের অবহেলিত, ঝরে পড়া এবং অদক্ষ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বিশাল অবদান রাখছেন।
রংপুর আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. আবু সায়েমের সঞ্চালনায় রংপুর আঞ্চলিক কেন্দ্রসহ এর আওতাধীন ৮টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মোট ৬১ জন কর্মকর্তা-কর্মচারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।