এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২২ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০
প্রকাশিত হলো ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার আরও এক প্রতিযোগী বাউল রাসেলের গান ‘ভালোবাসা সর্বনাশার নাম’। নিজের কথা সুর ও গায়কীতে নিজের মৌলিক গানে বাউল রাসেল বলেছেন ভালোবাসা আর প্রেমের অন্য এক অনুভুতির কথা। গানটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
বাউল রাসেল ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ীদের একজন। ডিএমএস জানায়, তাদের আমার গান প্রতিযোগিতায় সারাদেশ থেকে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখান থেকে প্রথমে সেরা ১০০জন নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। এরপর সেরা ১০০ থেকে চুলচেড়া বিশ্লেষণ করে নির্বাচিত করা হয় সেরা ২০ জনকে। পর্যায়ক্রমে এই সেরা ২০ জনের গান প্রকাশের সিদ্ধান্ত নেয় ডিএমএস।
নিজের মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত বাউল রাসেল জানালেন, ‘ভালোবাসার নানান ধরনের অনুভুতি থাকে। আমি আমার দৃষ্টিতে ভালোবাসার অনুভব তুলে ধরেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
‘ভালোবাসা সর্বনাশার নাম’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে। গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
banglanewsbdhub/এজেডএস