
বরিশালের বানারীপাড়া যেন চোর-ডাকাতের আখড়ায় পরিণত হয়েছে। শনিবার (৩ মে) রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের তালুকদার বাড়িতে পাশাপাশি দুই বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ওই বাড়ির পুলিশ সুপার (অব.) বজলুর রহমান তালুকদারের বড় ভাই প্রয়াত আবু হোসেন তালুকদার ও তার চাচাতো ভাই আজাদ তালুকদারের বাসায় এ ডাকাতি হয়।
এ ঘটনায় আজ রবিবার বিকেলে আবু হোসেন তালুকদারের ছেলে দীপ্ত টিভির ব্রডকাস্ট আইটির অ্যাক্সিকিউটিভ মেহেদী হাসান রাজ ও আজাদ তালুকদারের ছেলে সাকিব তালুকদার বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, রাত ৩টা-সাড়ে ৩টার দিকে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ৫/৬ জন করে দুই ভাগে প্রথমে ওই দুই বাসার দালানের জানালার গ্রিল কাটে। পরে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা আজাদ তালুকদার, তার স্ত্রী ক্যানসার আক্রান্ত মনিরা বেগম ও ছেলে সাকিবের মুখ ও হাত-পা বেঁধে ফেলেন। এরপর আজাদ তালুকদার ও তার ছেলে সাকিবকে মারধর করে বাসা থেকে নগদ ৬ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যান তারা।
একই সময়ে পাশের বাসায় সশস্ত্র ডাকাতরা প্রয়াত আবু হোসেন তালুকদারের স্ত্রী বানারীপাড়ার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক ও উজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসাম্মৎ হাফিজা বেগম, তার পুত্রবধূ ফারিহা ও আড়াই বছর বয়সি নাতনি মেহেরিনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তার দুটি স্টিলের আলমারি ও দুটি শোকেস ভেঙে নগদ দেড় লাখ টাকা, দেড় হাজার ইউএস ডলার, ১ হাজার ৮০০ সৌদি রিয়াল, প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার ও ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মাল লুট করে।
এদিকে রবিবার সকালে ডাকাতির খবর পেয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল ও বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা ঘটনাস্থলে আসেন। এ সময় তারা ডাকাতি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সম্প্রতি উপজেলার বাইশারী ইউনিয়নে পরপর তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। এর রেশ না কাটতেই আবার ডাকাতি হলো। একের পর এক এমন চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।