
বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ৮ বছর পরে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাউন্সিলে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমর্থন দিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মো. শাহ আলম মিঞা উপজেলা বিএনপির সভাপতি ও মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা সাধারণ সম্পাদক এবং মো. ইমরান হোসেন প্রিন্স পৌর বিএনপির সভাপতি ও মো. হাবিবুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রোববার গতকাল দিনভর উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
উদ্বোধক ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু । বিশেষ বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস.সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এদিকে নবনির্বাচিত বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলল শুভেচ্ছা জানিয়েছেন।
জানিয়েছেন।