
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য রফিক উদ্দিন (৫৫) ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় সালিশি বৈঠক শেষে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রফিক উদ্দিন ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে অবস্থান করা ৮-১০ জনের দুর্বৃত্তের দল তাদের ওপর হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ও দায়ের কোপ মারেন বাবা-ছেলেকে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।
স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা চিকিৎসাধীন রয়েছেন। দুইজনেরই অবস্থা আশংকাজনক বলে জানান আহতদের নিকটআত্মীয় আমির হোসেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সিরাজ জানান, ঘটনা শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।
বড়হাতিয়া ইউপি সদস্য আবু বক্কর জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে, এখনও পর্যন্ত ঘটনার মূল কারণ জানা যায়নি।