বাসে যাত্রীকে ধর্ষণচেষ্টা, কন্ডাক্টর ও হেলপার গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক যাত্রীকে ধর্ষণচেষ্টা এবং টাকা ও অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল (২৫) ও মো. সাহেদ (১৮)। তাঁদের একজন আজমেরি পরিবহনের বাসের কন্ডাক্টর ও অন্যজন হেলপার।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গতকাল রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ওই নারী গাজীপুরের কোনাবাড়ী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উত্তরা হাউস বিল্ডিং থেকে আজমেরি পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি ক্লান্ত থাকায় বাসে উঠে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী রুবেল পাম্পের অপর পাশে বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের হেলপার কামরুল, কন্ডাক্টর শাহেদ ও চালকসহ আরও দুজন মিলে ওই নারীকে ডাক দিয়ে ঘুম থেকে ওঠান। এ সময় বাসে আর কোনো যাত্রী ছিল না। তিনি বাসে একা থাকায় সংকোচ বোধ করতে থাকেন। পরে সব আসামি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাসে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করে এবং শরীরে হাত দেন। এ সময় তাঁরা ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নিয়ে যান।

  • গ্রেপ্তার
  • ধর্ষণচেষ্টা
  • বাস
  • যাত্রী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।