
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
এর আগে ‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর সেপ্টেম্বরে শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করেছিল সরকার। দুদক কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, শাহীনুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলকে চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য বিএফআইইউ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। ৯ মাসের মধ্যেই গত ৯ সেপ্টেম্বর তাঁর চুক্তি বাতিল করা হয়।