বিএম কলেজের ৪ শিক্ষার্থীকে পুলিশে দিল সেনাবাহিনী – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী অদ্ভুত আচরণ করছিল। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। এরপর গ্রেফতারকৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

খবর পেয়ে কোতোয়ালি থানায় হাজির হয় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, কলেজ ক্যাম্পাসের পাশে শেরে-বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হতে পারে বলেও জানান তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, অদ্ভুত আচরণের কারণে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে সেনাবাহিনী আটক করে থানায় পাঠিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।