বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। গ্রেফতারের দুই দিন পর তাদের শনাক্ত করা হয়। ভারতীয় বর্ডার গার্ড ফোর্স-বিএসএফকে আটকের বিষয়টিও নিশ্চিত করেছে বিজিবি। তাদের অবস্থান জানার চেষ্টা করছে বিজিবি।

বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে সিলেটের ১৩ যুবককে আটক করা হয়েছে। বিএসএফ-৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা চলছে।

রোববার রাতে তামাবিল সীমান্ত থেকে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থেকে ১৩ বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। গত দুদিন ধরে তাদের অবস্থান ও পরিচয় পাওয়া যায়নি। বুধবার বিভিন্ন গণমাধ্যম থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

বিএসএফের হাতে গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ, একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজিব, বিলাল হোসেনের ছেলে রুহুল, ইলাল মিয়ার ছেলে আরিফ, গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক, রনি। একই গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ, বশিরের ছেলে সোহাগ, দুলতিপুরের ইব্রাহিম আলী। ছেলে ফখরুল ইসলাম, শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল, গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ুব আলীর ছেলে শামীম, একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ, শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম ও তামাবিলের মতিনের ছেলে নয়ন।

ভারতে অনুপ্রবেশ ও পাচারের অভিযোগে আটকদের ভারতের ডাউকি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ গ্রেফতারের পর তাদের একটি ছবিও পেয়েছে বিজিবি।

  • আটক
  • বাংলাদেশী
  • বিএসএফ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।