বিনিয়োগকারীদের বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীদের একটি অংশ।  সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

শেয়ার মার্কেটে টানা মন্দাভাবের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বা বিসিএমআইএ নামের বিনিয়োগকারীদের একটি সংগঠন। বেলা আড়াইটায় আয়োজিত এই সমাবেশ কয়েক শ বিনিয়োগকারী অংশ নেন। এ সময় তারা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

সমাবেশ থেকে বিনিয়োগকারীরা যেসব দাবি জানিয়েছেন তার মধ্যে আরও রয়েছে শেয়ারবাজারে মূলধনি মুনাফার ওপর থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার, বাজারের বর্তমান পরিস্থিতি তদন্ত ও তালিকাভুক্ত কোম্পানির শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে হস্তক্ষেপ বন্ধ করা, তালিকাভুক্ত কোম্পানিকে দুর্বল মানের ‘জেড’ শ্রেণিভুক্ত করার বিধান সংস্কার, ব্যাংক, বিমাসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, পুঁজিবাজারের সংস্কার দ্রুত সম্পন্ন করা ও উদ্যোগগুলো সম্পর্কে গণমাধ্যমের মাধ্যমে বিনিয়োগকারীদের অবহিত করা, জোরপূর্বক বিক্রি বা ফোর্সড সেল বন্ধ করা, তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ না দিলে ওই কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা ইত্যাদি।

সমাবেশ বক্তারা বলেন, বিএসইসির চেয়ারম্যানের পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞতা ও যোগ্যতার ঘাটতি রয়েছে। এ কারণে তিনি পুঁজিবাজার ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় বাজারের স্থিতিশীলতার স্বার্থে তাঁর পদত্যাগ করা দরকার।

  • চেয়ারম্যান
  • দাবি
  • পদত্যাগ
  • বিএসইসি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।