ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩০
বরিশাল: শেষ মুহূর্তে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল নগরীর বেলস পার্ক মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শকরা।
ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে কনসার্ট হবে। তবে হাজার হাজার জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় সব।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় খেলোয়াড়দের এক নজর দেখার জন্য রোববার সকাল থেকে নগরীর বেলস পার্কে ভিড় করে হাজার হাজার ভক্ত-সমর্থক। দুপুর ২টায় বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। কিন্তু মাঠে এসে উপস্থিত হতে সময় লেগে যায় অনেক। মঞ্চে অতিরিক্ত ভিড় থাকায় সময় ক্ষেপণ হয় আরও। বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান দলের খেলোয়াড়সহ কর্মকর্তারা।
এ সময় মঞ্চে বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসাইন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্য কর্মকর্তারা। এক পর্যায়ে চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ১৫ জন।
ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো জুতা ও চেয়ার নিক্ষেপ। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ সবার। একইসঙ্গে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে।
বরিশালের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘শুরু থেকে সবই ঠিক ছিল। কিন্তু ওখানে কনসার্ট হওয়ার কথা ছিল, তা হয়নি। আবার যাদের দেখার জন্য দূর-দূরান্ত থেকে অসংখ্য লোকজন এসেছেন, সেই খেলোয়াড়েরা মঞ্চে উঠে মাত্র কয়েক মিনিট অবস্থান করায় মানুষ ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। এটা আয়োজকদের দোষ। পুলিশের এ ক্ষেত্রে কোনো কিছুই করার ছিল না।’
ফরচুন বরিশালের কর্ণধার মো. মিজানুর রহমান বলেন, ‘প্রশাসনকে জানিয়ে সবকিছু পেশাদারিত্বের সঙ্গেই আয়োজন করা হয়েছিল। কিন্তু মানুষের অত্যাধিক চাপ ছিল, যা পরে আর নিয়ন্ত্রণ করা যায়নি। অনুষ্ঠানে ব্যান্ড তারকা হাসানের গান পরিবেশনের কথা ছিল, সেটি হয়নি।’
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে টিম ফরচুন বরিশাল। আজ দুপুরে আকাশপথে দলের সদস্যদের নিয়ে বিমানবন্দরে এসে পৌছায় চলতি বছরের শিরোপা ট্রফি।
banglanewsbdhub/পিটিএম