বিপিএল ‘জনপ্রিয়’ করতে তামিম-মুশফিকদের ডেকেছিল বিসিবি

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছিল ১০১২ সালে। দেখতে দেখতে ১১টি মৌসুম শেষ হয়ে গেছে টুর্নামেন্টের। সে হিসেবে জনপ্রিয়তার অন্যতম শীর্ষে থাকার কথা ছিল এই ‍টুর্নামেন্টের। কিন্তু বিপিএলের পরে শুরু হয়ে বিশ্বের অন্যান্য লিগগুলোর জনপ্রিয়তা যেখানে তরতর করে বেড়েছে বিপিএলের জনপ্রিয়তা যেন ততো কমেছে! বিপিএলের প্রতি মৌসুমেই বিতর্ক যেন অবিচ্ছেদ্য অংশ।

নতুন বোর্ড গঠন হয়ে বিপিএলের গত আসরটি স্মরণীভাবে আয়োজনের কথা বলা হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শেষ হয়েছে নানান বিতর্কে জর্জরীত হয়ে। ঠিকমতো পারিশ্রমিকও পাননি ক্রিকেটাররা।

এসব ব্যর্থতা, সমালোচনাকে পেছনে ফেলে বিপিএলকে জনপ্রিয় করে তোলার আশ্বাস দিয়েছেন টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যার অংশ হিসেবে বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিচ্ছে বোর্ড।

একে একে বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক, কোচ, ট্যাকনিক্যাল স্টাফ, পুরনো ফ্রাঞ্চাইজি মালিক, ক্রিকেট সমর্থকদের পরামর্শ বিসিবি নিবে বলে শোনা গেছে।

গতকাল বিপিএল খেলা বর্তমান কয়েকজন ক্রিকেটারকে ডেকেছিল বিসিবি। তাতে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের এই সভায় আরও উপস্থিত ছিলেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানরা। ভিডিও কলে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলের উন্নতিতে নিজেদের মতামত ও পরামর্শ দিয়েছেন ক্রিকেটাররা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।