বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোর নতুন ইতিহাস

Featured Image
PC Timer Logo
Main Logo

তিনদিন আগেই ছাড়িয়ে গিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। ক্রিশ্চিয়ানো রোনালদো এবার ছুঁলেন নতুন মাইলফলক। হাঙ্গেরির বিপক্ষে গোল করে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন সিআর সেভেন।

মেসিকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর গোলসংখ্যা ছল ৩৮। বিশ্বকাপে বাছাইপর্বের ইতিহাসে তার চেয়ে বেশি গোল ছিল শুধু একজনেরই। কার্লোস রুইসের সেই ৩৯ গোলের রেকর্ডটা ছোঁয়া থেকে নিঃশ্বাস দূরত্বে ছিলেন রোনালদো।

বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রুইসকে ছুঁয়েছেন রোনালদো। বাছাইপর্বের ইতিহাসে রুইসের সঙ্গে তিনিও এখন সর্বোচ্চ গোলদাতা।

আন্তর্জাতিক ফুটবলে ২২৩ ম্যাচে রোনালদোর গোল ১৪১টি। আগামী ১২ অক্টোবর বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচগোল করলেই নতুন ইতিহাস গড়বেন রোনালদো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।