বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে ১০৬তমের মধ্যে বাংলাদেশ ১০০তম – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে ছয় ধাপ পিছিয়ে পড়েছে দেশ। তালিকার ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে উত্তর কোরিয়া। তালিকায় বাংলাদেশের পেছনে থাকা বাকি ছয়টি দেশ হলো- নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তান।

সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স-এর বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ের হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়। তিনমাস পর পর এই তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। সর্বশেষ তালিকাটি প্রকাশিত হয়েছিল গত জুলাই মাসে। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য অনুযায়ী, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়।

এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। তারা জানায়, বাংলাদেশের পাসপোর্টধারীরা অবশ্য এখনো ৩৮টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

  • পাসপোর্ট
  • বাংলাদেশ
  • সূচক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।