বৃষ্টি-আলোকস্বল্পতার মধ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের তৃতীয় দিনে খেলা হলো মাত্র ৪৪ ওভার। প্রথমে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে অনেকটা। দিনের প্রথম সেশনে খেলাই শুরু হয়নি। শেষ বিকেলে অনেক আগে খেলা বন্ধ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তবে দিনে যতটুকু খেলা হয়েছে তাতে বাংলাদেশই সুবিধা করেছে।

আজ ৪৪ ওভার ব্যাটিং করতে পেরে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। তাতে সিলেট টেস্টে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। টেস্টের প্রথম দিনে বড় বিপদ পরেছিল বাংলাদেশ। নিজেরা ১৯১ রানের গুটিয়ে যাওয়ার পর প্রথম দিনে জিম্বাবুয়ে বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলে। দ্বিতীয় দিনেও লড়াই করেছে জিম্বাবুয়ে। তবে আজ তৃতীয় দিনে এসে সুবিধাজনক স্থানে বাংলাদেশ।

আজ টেস্টের তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৪। তাতে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১১২। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত  অপরাজিত ৬০ রানে। তার সঙ্গে ২১ রানে ব্যাট করছিলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২৮ রানে অপরাজিত ছিলেন মাহমুুদুল হাসান জয় ও মুমিনুল হক ১৫ রানে। সকালেই তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ।

আরও একবার সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তরুণ মাহমুদুল। দলীয় ৭৩ রানের মাথায় স্লিপে ক্যাচ দেন জয়। ফেরার আগে ৬৫ বল খেলে ৬টি চারে ৩৩ রান করেন তরুণ ওপেনার। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এগিয়ে নিচ্ছিলেন দলকে।

মুমিনুল ফিফটির আগে গিয়ে ফিরেছেন। ৮৪ বলে ৬টি চারে ৪৭ রান করে দলীয় ১৩৮ রানের মাথায় ফেরেন মুমিনুল। এরপর অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম আজও ব্যর্থ। রানের চিন্তা বাদ দিয়ে সেট হওয়ার দিকে মনোযোগ দেন সাবেক অধিনায়ক। তবে সেট হতে পারেননি। প্রথম ইনিংসের মতোই বাজে শটে আউট হয়েছেন সেই ৪ রানেই।

তবে পরপর দুই অভিজ্ঞ ব্যাটারকে হারানো বাংলাদেশ এরপর আর উইকেট হারায়নি। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীকে সঙ্গে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এগিয়ে নিয়েছেন বাংলাদেশকে। দিনের খেলা শেষ হওয়ার আগে ১০৩ বলে ৭টি চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত শান্ত। জাকের আলী ৬০ বলে ৩ চারে ২১ রানে অপরাজিত।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে।

banglanewsbdhub/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।