বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালের দাবি উঠেছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী ও শামসুর রহমান সুমন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুরের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ যা ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এ বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর নামকরণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনি ইশতেহারে বাস্তবায়ন ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মহীয়সী নারী বেগম রোকেয়া সাখওয়াত হোসেনের নামটি ব্যবহার করেন। যার কোনো যৌক্তিকতা সে সময় ছিল না বরং বেগম রোকেয়া নামে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় রংপুরে স্থাপন করা যেত।