বেনজীরের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

Featured Image
PC Timer Logo
Main Logo

সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে সই করেন সংগঠনটির সভাপতি মো. মতিউর রহমান শেখ (অতিরিক্ত আইজিপি, সিআইডি) ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামন (পুলিশ সুপার, ঢাকা জেলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি বিতর্কিত বক্তব‍্য সামাজিক যোগাযোগ মাধ‍্যমে প্রচারিত হয়েছে, যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে। বিগত ফ‍্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এহেন বক্তব‍্য পুলিশ বাহিনীতে কর্মরত সকল সদস‍্যকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে।

২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোতে বৈষম‍্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে। সে লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস‍্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন‍্যান‍্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

পলাতক ও দুর্নীতিগ্রস্থ এই কর্মকর্তার এই ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস‍্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলে এই গণহত‍্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।

পতিত ফ‍্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারো সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে এই বাহিনীর প্রতিটি সদস‍্য অত্যন্ত ঘৃণাভরে প্রত‍্যাখ্যান করে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে।

বাংলানিউজবিডিহাব/এমএইচ/এমপি

পুলিশ
প্রতিবাদ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।