বেরোবিতে ৫ দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা’ শুরু কাল

Featured Image
PC Timer Logo
Main Logo

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ছবি কোলাজ: বাংলানিউজবিডিহাব

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বইমেলা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা শুরু হচ্ছে। যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এই বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, ‘শহিদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।’

তিনি আরও বলেন, ‘বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে শহিদ আবু সাঈদ বইমেলা।’

এ বছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে উল্লেখ করে উপাচার্য আরও জানান, পাঁচদিনের বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে। খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এখানে আলোচক হিসেবে অংশ নেবেন। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছে।

বাংলানিউজবিডিহাব/পিটিএম

বেরোবি
শহিদ আবু সাঈদ বইমেলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।