বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম সভা ছিল গতকাল শনিবার রাতে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় অস্ট্রেলিয়া থেকে জুমের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। এবারের বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খুবই পরিচিত একটি দল। এই দল আর থাকছে না। ঢাকা মেট্রোপলিটনের বদলে এখন থেকে ময়মনসিংহ বিভাগ প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিবে। অবশ্য আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়ে গেছে বলে ময়মনসিংহ সেখানে থাকছে না।
জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ির বেহাল দশার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। বিসিবি কালকের সভায় ঋতুপর্ণার বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দেনা-পাওনা ঝামেলা গুলোও মিটানোর সিদ্ধান্তও হয়েছে গতকালের মিটিংয়ে। বিপিএলের যেসব ক্রিকেটার, স্টাফরা এখনো বকেয়া পায়নি বিসিবির পক্ষ থেকে সেটা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজশাহীর যে হোটেল বিল বাকি ছিল সেটাও বিসিবি পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে এটাও সিদ্ধান্ত হয়েছে যেসব ফ্র্যাঞ্চাইজি ও পক্ষের কাছে পাওনা আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে বিসিবি।
বাংলাদেশের সাবেক পিচ কিউরেটর অস্ট্রেলিয়ান টনি হেমিংসকে আবারও ২ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গামিনি ডি সিলভার জায়গায় কাজ করচেন টনি হেমিংস। সেই সঙ্গে দেশের সব কিউরেটরদের নিয়েও কাজ করবেন টনি হেমিংস।
ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে পরামর্শক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যিনি পুরো প্রক্রিয়াটি দেখাশোনা করবেন।
বিপিএলের জন্য রাজশাহীতে ১৬টি প্র্যাকটিস পিচ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বরিশালে ৮টি প্র্যাকটিস পিচ ও ২টি উইকেট তৈরি এবং বান্দরবান স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ও প্র্যাকটিস উইকেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পন্সর ও টিভি রাইটস বিক্রির জন্য দরপত্র আহ্বানের অনুমতি অনুমোদন করা হয়েছে সভায়।