স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ১৭:১০
৮ রাউন্ড শেষে ডিপিএলের সর্বোচ্চ উইকেট রকিবুল হাসানের
আট রাউন্ডের খেলা শেষে ঈদের বিরতিতে গিয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ৮ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী, এক ম্যাচ কম জিতে দ্বিতীয় অবস্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঈদের ছুটিতে যাওয়ার আগে দেখা গেছে রান বন্যা। প্রথমবার ৪০০ পেরিয়েছে দলীয় সংগ্রহ। টপ অর্ডার ব্যাটাররাও খেলেছেন বড় ইনিংস। ঠিক বিপরীতে বল হাতে জাদু দেখিয়েছেন স্পিনাররা। ৮ রাউন্ড শেষে ডিপিএলের শীর্ষ পাঁচ বোলারের চারজনই স্পিনার, সেরা পাঁচে আছেন একজন মাত্র পেসার।
এক নজরে দেখে নিন এবারের ডিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের-
রকিবুল হাসান, আবাহনী লিমিটেড
তাইজুল ইসলাম, মোহামেডান
আরাফাত সানি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
আসাদুজ্জামান পায়েল, গুলশান ক্রিকেট ক্লাব
আবু হাসিম, গাজী গ্রুপ ক্রিকেটার্স
banglanewsbdhub/জেটি