ব্যালন ডি অর ‘মনগড়া’ পুরস্কার—সেরা ৩০ এ জায়গা না পেয়ে রোনালদো

Featured Image
PC Timer Logo
Main Logo

ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার ব্যালন ডি অর জিতেছেন তিনি। তবে টানা দ্বিতীয়বারের মতো এবার ব্যালন ডি অরের প্রাথমিক ৩০ জনের তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন ঘটনার পর রোনালদো  সাংবাদিকদের বলেছেন, ব্যালন ডি অর ‘মনগড়া’ পুরস্কার!

দীর্ঘ ২২ বছর পর টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি ও রোনালদো। ২০০৪ সালে প্রথমবার মনোনয়ন পাওয়া রোনালদো এবার তালিকায় না থেকে অনুমেয়ভাবেই খানিকটা চটেছেন।

আল নাসরের হয়ে রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। ম্যাচের পর  ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ রোনালদোর কাছে জানতে চেয়েছিল, এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে?

এই প্রশ্নের জবাবে সিআর সেভেন বলেন, ‘এই পুরস্কার আমার কাছে একেবারেই মনগড়া লাগে!’

আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে দেওয়া হবে এবারের ব্যালন ডি অর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।