প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। বিল্লাল মিয়া (৬০) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল মিয়া উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে একটি অটোরিকশা ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিল্লাল মিয়া বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দুপুর ১২টার দিকে অনেকেই তাকে দেখতে পান। সকালে তার লাশ দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।
আশুগঞ্জ থানার ওসি মোঃ বিল্লাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে পিঠে ছুরিকাঘাত করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।