
পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরি করে নেওয়ার অভিযোগে তিন বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। বুধবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ওই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, ওই ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হেদায়েত খান (৫০) এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (৪৫) ।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব প্রকার দলীয় পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা।
এ সময় স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়। এ ঘটনায় ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সঙ্গে ফোনে কথা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, গত এক বছর আগে এডিবির আওতায় ওই ব্রিজের ছাউনিটি ঢালাই দেওয়া হয়।