ঢাকা: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। তিনি ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
বুধবার (১ অক্টোবর) ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। এখনও তার চিকিৎসা চলমান রয়েছে।’
মিরাজুল মইন জয় বলেন, ‘বাবা গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থান একমাত্র চিকিৎসাজনিত কারণে। তিনি এ বছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে গত ৯ এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার এমআরআই করা হয়। পরে রিপোর্টের ফলাফল জানা যায় তার মাথায় টিউমার হয়েছে।’
তিনি বলেন, ‘গত ১৩ এপ্রিল আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিউট অব নিউরোসাইন্স হাসপাতালে গেলে চিকিৎসকরা একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অপারেশন করা ক্রিটিক্যাল হবে। কারণ, টিউমারটি ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে। এরপর পারিবারিকভাবে লন্ডনে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।’
তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রপচার করা হয়। তবে এখানে চিকিৎসকরা অপারেশনের পূর্বে জানিয়েছে পুরো টিউমার অপসারণ করা যাবে না। এতে জীবনহানীসহ প্যারালাইসড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছে। রেডিয়েশন ও কেমোথেরাপি শেষে তিনি বাংলাদেশে আসতে পারবেন কিনা সেটি চিকিৎসকরা জানাবেন।’
এদিকে, নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় তার বাবা ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।