
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে তানজিনা বেগম (২৩) নিামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ পতেঙ্গা থানার খালপাড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত নারীর স্বামী হৃদয় মিয়া। তারা দুজনই পোশাক কারখানার শ্রমিক। বাড়ি নেত্রকোনায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পতেঙ্গার খালপাড় এলাকার একটি ভবনের নিচতলার ভাড়া বাসায় তানজিনার সঙ্গে দুই ভাইও থাকতেন। ভাইয়েরাও পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে তানজিনার এক ভাই কারখানা থেকে ফিরে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে এসে তালা খোলেন। বাসায় প্রবেশের পর রক্তাক্ত অবস্থায় মেঝেতে তানজিনার লাশ পড়ে থাকতে দেখেন তিনি।
ওসি আরও বলেন, তানজিনার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত তানজিনার ভাই মিজানুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। তানজিনাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।