স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ১৫:৩৩
চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা ঘরে তুলেছিল ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতীয় স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্রেয়াস আইয়ার। মার্চ মাসে দলের হয়ে ভালো পারফর্ম করার পুরস্কারটাও পেলেন এই ব্যাটার। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে হারিয়ে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রেয়াস।
মার্চে শ্রেয়াস খেলেছেন মাত্র তিনটি ইনিংস। চ্যাম্পিয়নস ট্রফির এই তিন ইনিংসই ছিল মহামূল্যবান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রেয়াস করেছেন ৭৯ রান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইয়ার করেন ৪৫ রান। ফাইনালে কিউইদের বিপক্ষে খেলেছেন ৪৮ রানের ইনিংস। দুইবাইয়ের মন্থর উইকেটে সেমি ও ফাইনালে তার দুটি ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছে অনেকদূর। পুরো টুর্নামেন্টে ভারতের সফলতম ব্যাটারও ছিলেন তিনিই।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করায় এই মাসের আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রেয়াস। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাস সেরা হলেন তিনি। ফেব্রুয়ারি মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন আরেক ভারতীয় ব্যাটার শুভমান গিল।
আইসিসির এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শ্রেয়াস, ‘মার্চ মাসের আইসিসি প্লেয়ার অফ দা মান্থ নির্বাচিত হয়ে আমি সত্যিই সম্মানিত। এটা আমার জন্য বিশেষ কিছু। আমরা এবার শিরোপা উঁচিয়ে ধরেছি, এই মুহূর্তটা আজীবন লালন করব। ভারতের হয়ে বড় মঞ্চে অবদান রাখতে পারাটা সব ক্রিকেটারের স্বপ্ন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
banglanewsbdhub/এফএম