পুরো এশিয়া কাপে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি। আলোচনার তুঙ্গে এসেছে এবারের আসরের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালে ট্রফি ও মেডেল নিয়ে নিজেই মাঠ ছেড়ে চলে যান পিসিবি ও এসিসির প্রধান মহসিন নাকভি। ভারতের নানা চাপের কাছে নতি স্বীকার না করা নাকভিকে এবার স্বর্ণপদকে ভূষিত করছে পাকিস্তানের একটি সংস্থা!
একই টুর্নামেন্টে তিনবার দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। তবে এই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের নাকভির হাত থেকে ট্রফিও নেয়নি সূর্যকুমারের দল। ট্রফি ছাড়াই অদ্ভুত এক শিরোপা উদযাপন করেছে ভারতীয় দল!
ভারতের ট্রফি নিতে আপত্তি থাকায় নিজেই মাঠ থেকে বেরিয়ে যান নাকভি। সঙ্গে নিয়ে যান ট্রফি ও বিজয়ীদের মেডেল। ঘটনা সেখানেই শেষ হয়নি। নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ভারত যদি সত্যি সত্যিই ট্রফি নিতে চায়, তাহলে এসিসির অফিসে এসে আমার হাত থেকেই নিতে হবে!’
ট্রফি না দিয়ে মাঠ ছাড়ায় নাকভিকে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানিয়েছিল ভারত। সেই দাবি উড়িয়ে দিয়ে নাকভি বলেন, ‘আমি ভুল কিছু করিনি, তাই বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।’
নাকভির এমন শক্ত অবস্থানের কারণেই তাকে বিশেষ এক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশন। নাকভিকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল দিতে চান তারা।
কবে এই পুরস্কার পাবেন নাকভি, সেটা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে অনুরোধ করা হয়েছে পুরস্কারটি নাকভিকে তুলে দেওয়ার জন্য। বিলাওয়াল যখন সময় পাবেন, তখনই করাচিতে আয়োজন করা হবে এই অনুষ্ঠান।
পুরস্কারের আয়োজকরা বলছেন, ‘ব্যাপারটা আর ক্রিকেটে সীমাবদ্ধ নেই। এটা আত্মমর্যাদা, সার্বভৌমত্ব ও চাপের মুখে নাকভির নতি স্বীকার না করার পুরস্কার এটি।’