ভারতের ভিসা পেলেন না পরীমণি

Featured Image
PC Timer Logo
Main Logo

কলকাতায় ‘ফেলুবক্সী’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি। ছবিটি শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পাচ্ছে। নিজের অভিনীত ছবিটির প্রচারণায় কলকাতায় যেতে চেয়েছিলেন পরী। কিন্তু ভারতীয় ভিসা না হওয়ায় যেতে পারছে না তিনি।

নিজের ভেরিফায়েড পেজে আজ বৃহস্পতিবার ‘মন খারাপের’ কথা জানিয়েছেন পরীমনি।

ওই পোস্টে পরী বলেন, “আগামীকাল ১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্য রকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।

ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানাকাটা পরী বলেই আজ উরে যেতে পারি না।

তিনি আরো বলেন, ‘যাহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

banglanewsbdhub/এজেডএস

পরীমণি
ফেলুবক্সী
ভারতীয় ভিসা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।